অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে বিশ্বকাপের ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 30 October, 2025, 11:35 PM

অস্ট্রেলিয়ার দেওয়া রানের পাহাড় টপকে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতের নারী দল। আগামী রোববার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ৪৯.৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়া।
জবাবে ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হারপ্রিত কৌরের দল।
জেমাইমা রদ্রিগেজের ১২৭ ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৮৯ রানে ভর করে রানের পাহাড় টপকে যায় ভারত। ওয়ানডে ক্রিকেটে এটি ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া। এই ভারতের কাছেই। তার পর থেকে আর এক দিনের বিশ্বকাপে হারেনি তারা। আট বছর পর সেই ভারতের কাছেই হারল অস্ট্রেলিয়া। হিলিদের জয়রথ থামালেন হরমনপ্রীতেরা।
৩৩৯ রান তাড়া করা সহজ ছিল না। ৬০ রানের মধ্যে স্মৃতি মন্ধানা আউট হওয়ার পর মনে হচ্ছিল, আরও এক বার বিশ্বকাপ থেকে ব্যর্থ হয়েই ফিরতে হবে ভারতকে।
কিন্তু সেটি হতে দেননি জেমাইমা ও হরমনপ্রীত। ভারতীয় অধিনায়ক ৮৯ রানে আউট হলে জেমাইমার সঙ্গে জুটি বাঁধেন দীপ্তি। ২৪ রানের মাথায় রান আউট হন তিনি।
এরপর ১৬ বলে ২৬ রান করে আউট হন রিচা। ততক্ষণে অবশ্য ভারত জয়ের কাছে পৌঁছে গেছে। তবে জেমাইমা ছিলেন অপ্রতিরোধ্য সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন এই ব্যাটসম্যান। ১৩৪ বলে ১২৭ রান করে অপরাজিত থাকেন তিনি।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: