শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫,
১৫ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
জাতীয়
সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে
নিউজ ডেস্ক
Publish: Thursday, 30 October, 2025, 11:42 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শাহজাহান মিয়া একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন— স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তাকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে থেকেই ডিএসসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ১৮ মে তাকে ঢাকা ওয়াসার এমডি হিসেবেও দায়িত্ব দেওয়া হয়।

একই ব্যক্তির হাতে দুটি গুরুত্বপূর্ণ নগর সংস্থার নেতৃত্ব থাকা নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছিল প্রশাসনিক মহলে। তবে সরকার কোনো কারণ না জানালেও পর্যবেক্ষকদের মতে, প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বজায় রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে
আগামী ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
লাগামহীন খেলাপি ঋণ ও রিজার্ভ ব্যবহারে আইএমএফের আপত্তি
অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে বিশ্বকাপের ফাইনালে ভারত
ব্যাংক সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতি, ২৫ লাখ টাকা আত্মসাৎ
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝