বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
জাতীয়
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
Publish: Thursday, 30 October, 2025, 7:47 AM

হরিপুর ভালভ স্টেশন মডিফিকেশন ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে নারায়ণগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বুধবার থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ এ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) তিতাস গ্যাস কতৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র,  সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিডিটেড, যাত্রামুড়া ও কাঁচপুর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

উজিরপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাউজিরপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
এছাড়া মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও শীতলক্ষা নদীর পশ্চিম পাড়সহ সমগ্র নারায়ণগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল গ্রাহককে সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

‘খুব শিগগিরই’ চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : ট্রাম্প
এক সেনার মৃত্যুর প্রতিশোধে ইসরায়েলের হামলা, ১০৪ ফিলিস্তিনি নিহত
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
হাইতিতে মেলিসার প্রভাবে সৃষ্ট বন্যায় নিহত ১০
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য আটক
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝