বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
জাতীয়
ভারতের উপকূল অতিক্রম করেছে ‘মোন্থা’, নামল সতর্ক সংকেত
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 29 October, 2025, 7:48 AM

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে।

এজন্য বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে। তবে মাছ ধরার ট্রলার ও নৌকাকে বুধবার বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ এড়াতে বলা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমান্বয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আরও দুর্বল হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বুধবার বিকেল (২৯ অক্টোবর) পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হয়েছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সেতু কর্তৃপক্ষ ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের
মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতির সময় ডিবির হাতে ৯ জন আটক
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝