বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
জাতীয়
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 28 October, 2025, 10:42 PM

ইউরোপে উন্নত জীবনের প্রলোভনে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটকেপড়া আরো ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিত এই নাগরিকদের পথখরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়েছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের নিবিড় সহযোগিতায় এই ১৭৪ জন অনিয়মিত অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের মধ্যে অনেকেই দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফেরা এসব নাগরিককে তাদের তিক্ত অভিজ্ঞতা জনসাধারণের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।
 
মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্রে) এখনও যারা বন্দি আছেন, তাদেরও নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকার, দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি
স্বর্ণের দাম কমে ২ লাখের নিচে নামল
ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্য’ করছে: সালাহউদ্দিন
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝