Publish: Monday, 27 October, 2025, 8:03 AM

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মন্থা’তে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যার প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়, সোমবার সকাল নাগাদ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং মঙ্গলবারের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে প্রবল ঘূর্ণিঝড় আকারে আঘাত হানতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশে সরাসরি আঘাত না করলেও এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি, দমকা হাওয়া এবং সাগর উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও নোয়াখালী উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সাগরে ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
মৎস্যজীবীদের আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় জেলা প্রশাসনগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা না থাকলেও এর প্রভাবে সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করতে পারে।
ডার্ক টু হোপ/এসএইচ