বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
রাজনীতি
ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্য’ করছে: সালাহউদ্দিন
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 28 October, 2025, 10:35 PM

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি বলেছে, এই কমিশন জাতীয় ঐক্য নয়, বরং ‘জাতীয় অনৈক্য’ সৃষ্টির চেষ্টা করছে। বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আজ তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। এজন্য তাদের ধন্যবাদ না দিয়ে উপায় নেই, অবশেষে তারা তাদের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন।’

তবে সালাহউদ্দিন আহমদ কমিশনের প্রস্তাবের সমালোচনা করে বলেন, ‘দ্বিতীয়বার তাদের ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা নিয়েছেন।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যে প্রস্তাবগুলো কমিশন দিয়েছে, যদি আপনারা তা দেখেন, তাহলে বুঝবেন আমরা যে জুলাই জাতীয় সনদে সই করেছি, সেই সনদের বাইরে অনেক আদেশ এতে সংযুক্ত করা হয়েছে।’

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তাদের সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের হাতে ওই সুপারিশপত্র তুলে দেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি
স্বর্ণের দাম কমে ২ লাখের নিচে নামল
ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্য’ করছে: সালাহউদ্দিন
রাজনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝