ডাকাতির প্রস্তুতির সময় ডিবির হাতে ৯ জন আটক
রাজধানীর গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় নয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- মাকছুদুর রহমান দীপু, মো. হৃদয়, জাকির হোসেন, মো. সবুজ ডাক্তার, মো. শামছুজ্জামান ওরফে সবুজ, সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম, মো. রিপন, মো. মামুনুর রশিদ ওরফে শিশির, মো. ইলিয়াছ রহমান।
মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সোমবার (২৭ অক্টোবর) রাতে রূপনগর এলাকায় গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ এলাকায় কয়েকজন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের কয়েকজন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি স্টিলের ছুরি এবং তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকের সময় আরও দুটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেলে করে ১৪–১৫ জন ডাকাত দ্রুত বিরুলিয়া ব্রিজ পার হয়ে সাভার এলাকায় পালিয়ে যায়। তবে ডাকাত দলের সদস্যদের কাছ থেকে একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন, তিনটি পুলিশ লেখা রিফ্লেক্টিং জ্যাকেট এবং একটি কালো রঙের পকেট মোবাইল রাউটার উদ্ধার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক অন্যান্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ