বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ
ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 29 October, 2025, 4:06 PM

জাতীয়করণের দাবিতে ১৭তম দিনে আন্দোলনকারী ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা সচিবলায়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে সচিবালয়ে ঢুকতে পারেনি শিক্ষকরা। 

বুধবার (২৯ আগস্ট) দুপুর ২টার পর শিক্ষকরা ভুখা মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে চাইলে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ দুপুর ২টার দিকে সচিবালয়ের গেটের প্রবেশমুখে ঢোকার চেষ্টা করেন আন্দোলনরত শিক্ষকরা। প্রায় ৩০ মিনিট ধাক্কাধাক্কির পর পুলিশ জলকামানা ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

আন্দোলনকারী এক শিক্ষক বলেন, আমরা সচিবলায়ে যাচ্ছিলাম শান্তিপূর্ণ মিছিল নিয়ে। আমাদের দাবির কথা জানাতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আমাদের সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করেছে, এটা দুঃখজনক। আমাদের কানে মুখে জলকামান নিক্ষেপ করেছে। 

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

কমিশনের সুপারিশ বাদ দিয়ে দুদক সংশোধন খসড়া অনুমোদন, টিআইবির উদ্বেগ
প্রতারণার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
টানা চার দফা পতনের পর বাড়ল স্বর্ণের দাম
আইফোন-১৭ এর চমকে ৪ ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যাপল
বৃষ্টিবলয় আঁখির প্রভাবে সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝