জাতীয়করণের দাবিতে ১৭তম দিনে আন্দোলনকারী ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা সচিবলায়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে সচিবালয়ে ঢুকতে পারেনি শিক্ষকরা।
বুধবার (২৯ আগস্ট) দুপুর ২টার পর শিক্ষকরা ভুখা মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে চাইলে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ দুপুর ২টার দিকে সচিবালয়ের গেটের প্রবেশমুখে ঢোকার চেষ্টা করেন আন্দোলনরত শিক্ষকরা। প্রায় ৩০ মিনিট ধাক্কাধাক্কির পর পুলিশ জলকামানা ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান অব্যাহত থাকবে।
আন্দোলনকারী এক শিক্ষক বলেন, আমরা সচিবলায়ে যাচ্ছিলাম শান্তিপূর্ণ মিছিল নিয়ে। আমাদের দাবির কথা জানাতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আমাদের সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করেছে, এটা দুঃখজনক। আমাদের কানে মুখে জলকামান নিক্ষেপ করেছে।
ডার্ক টু হোপ/এসএইচ