বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
অর্থনীতি
টানা চার দফা পতনের পর বাড়ল স্বর্ণের দাম
নিউজ ডেস্ক
Publish: Thursday, 30 October, 2025, 12:40 AM

টানা চার দফা পতনের পর পুনরায় দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

টানা চার দফা পতনের পর এবার এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

অপরদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় স্বর্ণের দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

এক সেনার মৃত্যুর প্রতিশোধে ইসরায়েলের হামলা, ১০৪ ফিলিস্তিনি নিহত
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
হাইতিতে মেলিসার প্রভাবে সৃষ্ট বন্যায় নিহত ১০
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য আটক
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
অর্থনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝