Publish: Thursday, 30 October, 2025, 7:38 AM

আসরের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে লরা উলভার্টের ১৬৯ রানের ইনিংসে ইংলিশদের ৩২০ রানের বড় লক্ষ্য ছোঁড়ে প্রোটিয়ারা। জবাবে মারিজেন কাপের ফাইফারে মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
বুধবার (২৯ অক্টোবর) গোহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
এদিন, টস হেরে ব্যাট করতে নেমে ১১৬ রানের শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ৪৫ রানে করে ব্রিটস আউট হলেও এক প্রান্তে খেলে যান লরা উলভার্ট। মিডল অর্ডারে মারিজেন কাপের ৪২ ছাড়া আর কেউ ইনিংস লম্বা করতে না পারলেও, একাই ১৬৯ রানের ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন লরা। শেষটায় ট্রায়ন ও ক্লার্কের ক্যামিওতে ৭ উইকেটে ৩১৯ রান করে প্রোটিয়া মেয়েরা।
জবাবে শূন্য রানে দুই আর ৩ রানের মাথায় তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মিডল অর্ডারে ব্র্যান্ট ও কেপসির ফিফটিতে লড়াইয়ে কিছুটা টিকে থাকে ইংলিশরা। তবে ওয়াট হজের ৩৪ আর লিনসে স্মিথের ২৭ ছাড়া কেউই বড় ইনিংস খেলতে না পারায় ৭ ওভার তিন বল হাতে রেখেই ১৯৪ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। প্রোটিয়াদের হয়ে ফাইফারের দেখা পান মারিজেন কাপ।
উল্লেখ্য, আগামীকাল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মোকাবিলা করবে অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
ডার্ক টু হোপ/এসএইচ