ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। ১৭ মাস পর একদিনের ক্রিকেটে সিরিজ জেতার পর এবার ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে এ ম্যাচে আগে বোলিং করবে লাল-সবুজের দল। স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক শাই হোপ।
এশিয়া কাপে চোটে পড়ায় আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সুস্থ হয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এ সিরিজ দিয়েই ফিরছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশের একাদশে নেই জাকের আলী অনিক। পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব। এছাড়া রিশাদ হোসেন ও নাসুম আহমেদ আছেন দলে। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান, সাইফ হাসান।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), রোস্টন চেজ, শারফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে ও জেডন সিলস।
ডার্ক টু হোপ/এসএইচ