বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিক্ষা
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা করল সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 29 October, 2025, 7:50 AM

ঢাকার সাভারের খাগান এলাকায় সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে অভিযোগপত্র পেয়েছি। এখন আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। তাদের অভিযোগের প্রেক্ষিতে মামলা রজু করা হচ্ছে। এরপর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এরআগে, গত রোববার সন্ধ্যায় দুই বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে শুরু হয় সংঘর্ষ। প্রায় ৭ ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত ১০টি যানবাহন ভাঙচুর ও ৫টিতে অগ্নিসংযোগ করেন। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদর দাবি, তাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভবনের ওপর থেকে থুতু ফেললে সেটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে সংঘাতের সূত্রপাত।

প্রথমে বিষয়টি মীমাংসা হলেও পরে আবারও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এ ক্ষেত্রে প্রশাসন ও পুলিশ নীরব ভূমিকায় ছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সেতু কর্তৃপক্ষ ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের
মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতির সময় ডিবির হাতে ৯ জন আটক
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝