Publish: Tuesday, 28 October, 2025, 8:46 PM

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘবদ্ধ হামলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা গুরুতর আহত ও জিম্মি হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম আর কবির।
তিনি অভিযোগ করেছেন, রোববারের (২৬ অক্টোবর) ঘটনায় ড্যাফোডিলের ৬ জন শিক্ষার্থী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
উপাচার্য প্রফেসর ড. এম আর কবির ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে থুথু নিক্ষেপ করলে বাগবিতণ্ডার সূত্রপাত হয়। এর জের ধরে রোববার রাত ৯টার পর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হলে হামলা চালায় এবং যেখানে পেয়েছে সেখান থেকে শিক্ষার্থীদের জিম্মি করেছে।
তিনি আরও অভিযোগ করেন,‘সোমবার বিকেল ৩টা পর্যন্ত সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্ষতিপূরণের নামে জিম্মি করে রাখা হয়। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায়সহ মিথ্যা মিডিয়া কাভারেজ করানো হয়েছে।’
উপাচার্য বলেন, আহত ও সংকটাপূর্ণ শিক্ষার্থীদের চিকিৎসায় বিলম্ব করানো জীবননাশের প্রচেষ্টার শামিল ছিল। তিনি বলেন, শুধু ভাঙচুর নয়, ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে।
ঘটনাটিকে ‘কনফিউজিং’ উল্লেখ করে উপাচার্য বলেন, কারা এই কাজ করেছে তা এখনো পুরোপুরি নির্ধারণ করা যায়নি। তবে বিশ্ববিদ্যালয় নিজস্বভাবে একটি ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে, যা আগামী ৭ দিনের ভেতরে প্রতিবেদন জমা দেবে। এছাড়া ইউজিসিও স্বাধীনভাবে তদন্ত করবে বলে জানিয়েছে।
ড. এম আর কবির বলেন,‘এই মুহূর্তে ইউজিসি ও সরকারের নির্দেশনা হলো—এমন কিছু আমরা না করি যাতে অন্য ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বা কোনো রকমের অশান্ত পরিস্থিতি ঘটে। আমরা সকালেও ডিন স্যারদের সঙ্গে বসেছি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
তিনি অস্ত্র রাখার নাটক ও টাকা চুরির ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। তিনি বলেন, অস্ত্র রাখার নাটকের অভিযোগ মঞ্জুরি কমিশনের হস্তান্তরের সময় অনুপস্থিত ছিল, যার অর্থ- ‘এরা নিজেরাই অস্ত্রের কথা মিথ্যা বলেছিল। না হয় অস্ত্রগুলো তাদেরই ছিল এবং তারাই রেখে দিয়েছে।’ এছাড়া, রোববার রাতে ইউনিভার্সিটিতে দেড় কোটি টাকা ক্যাশ জমা ছিল, যা পরিকল্পিতভাবে চুরি করার উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
সংবাদ সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও প্রো ভাইস চ্যান্সেলর মাসুম ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ডার্ক টু হোপ/এসএইচ