Publish: Wednesday, 29 October, 2025, 7:46 AM

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। নিহতেদর মধ্যে চার পুলিশ সদস্যও রয়েছেন।
বিবিসি লিখেছে, শহরটিতে কপ-থার্টি বৈশ্বিক জলবায়ু সম্মেলন আয়োজনকে সামনে রেখে স্থানীয় সময় মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়েছে। ব্রাজিলের ইতিহাসে এটি বড় এক অভিযান।
প্রতিবেদন বলছে, অভিযানে নিরাপত্তা বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য অংশ নিয়েছেন। এ সময় ৮০ জনের বেশি গ্রেপ্তার ও ২৫০টি গ্রেপ্তার ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়।
রাজধানী রিও ডি জেনেইরোর গভর্নর ক্লৌদিও কাস্ত্রো জানান, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। আলেমাও এবং পেনহা জেলায় অপারেশন কনটেইনমেন্টের সময় নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
কপ-থার্টি ছাড়াও আগামী সপ্তাহে শহরটিতে বিভিন্ন দেশের মেয়রদের সম্মেলন সি-ফোরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আগে এই ধরনের অভিযান প্রায়ই পরিচালনা করে থাকে ব্রাজিল সরকার।
কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রায় ২৫০০ নিরাপত্তাকর্মী সেখানে প্রবেশ করলে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। রেড কমান্ড (কমান্ডো ভার্মেলহো) গুলিবর্ষণ, ব্যারিকেড পুড়িয়ে এবং ড্রোন থেকে বোমা ফেলে প্রতিক্রিয়া জানায়।
জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, তারা পুলিশের অভিযানে ‘ভয়ঙ্কর’ এবং ‘দ্রুত ও কার্যকরী তদন্তের’ আহ্বান জানিয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ