বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
হারিকেন মেলিসার আঘাতে ৭ জনের মৃত্যু, জ্যামাইকার পর ধেয়ে যাচ্ছে কিউবায়
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 29 October, 2025, 8:47 AM

ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। হারিকেনের প্রভাবে জ্যামাইকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বর্তমানে মেলিসা ধেয়ে যাচ্ছে কিউবার দিকে। 

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, জ্যামাইকায় ঘণ্টায় ১৮৫ মাইল গতিতে তাণ্ডব চালানো এই ঝড় এখন কিছুটা দুর্বল হয়ে ঘণ্টায় ১২৫ মাইল বেগে বয়ে যাচ্ছে। বর্তমানে এটি হারিকেনের ক্যাটাগরি ৩–এ রয়েছে।

জ্যামাইকার কিছু এলাকায় ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টিতে বহু স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জ্যামাইকায় মেলিসার তাণ্ডবে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। 

জ্যামাইকায় ঝড়ের দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অধিকাংশ এলাকায়। বিদ্যুতহীন রয়েছেন দুই লাখ মানুষ। তবকে বেশিরভাগ হাসপাতালে এখনো বিদ্যুৎ রয়েছে। 

এর আগে হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে মেলিসার তাণ্ডবে ৪ জনের মৃত্যু হয়েছে। হাইতিতে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হরিকেন সেন্টারের (এনএইচসি) সবশেষ তথ্য অনুযায়ী, ঝড়টি বিশ্বে ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঝড়। আর ক্যারিবীয় অঞ্চলে স্মরণকালের মধ্যে শক্তিশালী ঝড় হতে পারে বলে মনে করা হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সেতু কর্তৃপক্ষ ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের
মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতির সময় ডিবির হাতে ৯ জন আটক
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝