হার দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ বুধবার সিরিজে ফেরার দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে বোলিং পেয়ছে বাংলাদেশ। প্রথম টি-২০ ম্যাচেও টস হেরে শুরুতে বোলিং করেছিল স্বাগতিকরা। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল।
বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে ঢুকেছেন জাকের আলী। ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। তাদের একাদশে তিন স্পিনারের সঙ্গে আছেন তিন পেসার।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আলিক আথানজে, ব্রেন্ডন কিং, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেইফার্ড, আকিল হোসেন, খেরি পেরি, জাইডেন সিলস।
ডার্ক টু হোপ/এসএইচ