রবিবার, ২৬ অক্টোবর ২০২৫,
১০ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
খেলাধুলা
টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে কোহলির রেকর্ড
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 25 October, 2025, 8:23 PM

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আজ শনিবার (২৫ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৮১ বলে ৭টি চারের সাহায্যে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। অনবদ্য এই ইনিংস খেলে স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে যান রান মেশিন কোহলি।  

সাদা বলে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ৪৩০ ম্যাচে কোহলির মোট রান এখন ১৮ হাজার ৪৩৭। অন্যদিকে, টেন্ডুলকার ৪৬৪ ম্যাচে করেছিলেন ১৮ হাজার ৪৩৬ রান। ফলে মাত্র ১ রানের ব্যবধানে টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি। ওয়ানডে ক্রিকেটে কোহলির ম্যাচ সংখ্যা ৩০৫, যেখানে তার সংগ্রহ ১৪ হাজার ২৫৫ রান। টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে করেছেন ৪ হাজার ১৮৮ রান। 

এদিকে আজকের ইনিংসের মাধ্যমে কোহলি ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। তিনি শ্রীলংকার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারার ৪০৪ ম্যাচে ১৪ হাজার ২৩৪ রানের রেকর্ডকে টপকে যান। তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলে। তিনি ৪৬৩ ম্যাচে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। সেই হিসেবে কোহলি এখনও টেন্ডুলকারের চেয়ে ৪,১৭১ রান পিছিয়ে রয়েছেন।

আরও অবিশ্বাস্য ব্যাপার হলো- এই তালিকার শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে একমাত্র কোহলিই যিনি ওয়ানডেতে গড়ে ৫০-এর ওপরে রান করেন। এটি শুধু তার রানসংখ্যার প্রমাণ নয়, বরং তার ধারাবাহিকতা ও ব্যাটিং শৃঙ্খলার নিদর্শনও বটে। তাই কোহলির এই অর্জনকে স্বাগত জানিয়ে প্রশংসা করছেন ক্রিকেটবিশ্বের সাবেক ও বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে তার ভক্ত ও সমর্থকেরা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ–খুনের পর বাড়িঘরে আগুন ও ভাঙচুর
চীনের জিলিন প্রদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প
এইচএসসির ফলে অসন্তুষ্ট: মোট পরীক্ষার্থীর দ্বিগুণ সংখ্যক খাতা চ্যালেঞ্জ
ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা, পৌরসভার তিনটি গাড়িতে আগুন
ত্রিমুখী কৌশলে রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে যুবলীগ
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝