Publish: Saturday, 25 October, 2025, 11:04 PM

ভোলা জেলা শহরের নতুন বাজার চত্বরের অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করতে গেলে অবৈধ দখলদাররা পৌরসভার কর্মীদের মারধর করে এবং তিনটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উচ্ছেদ অভিযানকালে হকার ও মুক্তিযোদ্ধা সংসদের লোকজনের সঙ্গে পৌর কর্মচারীদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে পৌরসভার অন্তত ১৫ কর্মচারী আহত হন।
পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মো. উমর ফারুক জানান, ‘নতুন বাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ ও হকাররা পৌরসভার জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে। বার বার নোটিশ দেয়া সত্ত্বেও তারা এসব স্থাপনা সরায়নি। অবশেষে নোটিশের সর্বশেষ তারিখের বেশ কয়েকদিন পর শনিবার ওইসব স্থাপনা ভেঙে দেয়া হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে হকাররা পৌরসভার তিনটি ময়লা বহনকারী পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় পৌর কর্মচারীদের সঙ্গে দখল বাজদের বাগবিতাণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
পৌর প্রশাসক মো. মিজানুর রহমান জানান, ‘দখল বাজরা দীর্ঘ দিন ধরে পৌরসভার জায়গা দখলে নিয়ে নিজেদের ব্যবসায়িক কেন্দ্র খুলে বসেছে। ফলে কর্তৃপক্ষ পৌরবাসীর স্বার্থে এবং শহরে যানজট নিরসন করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছে।’
এদিকে, এ ঘটনার পর পরই জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। নাগরিক সুবিধার পাশাপাশি শহরের যান চলাচল স্বাভাবিক করতেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরপরও হকাররা তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেয়ার পাশাপাশি গাড়ি পোড়ানোর মতো নিন্দনীয় ঘটনাটি ঘটিয়েছে।’
পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
ডার্ক টু হোপ/এসএইচ