মেজর লিগ সকারের (এমএসএল) প্রথম রাউন্ডে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। এর মধ্যে জোড়া গোল করেছেন দলটির তারকা ফুটবলার লিওনেল মেসি। এর মধ্যে বক্সের বাহির থেকে অনেকটা দৌড়ে উড়ন্ত হেডে দলকে প্রথম লিড এনে দেন আর্জেন্টাইন এই তারকা।
শনিবার (২৫ অক্টোবর) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল করে ইন্টার মায়ামি। মাঝমাঠ থেকে বল টেনে বার্সেলোনার সতীর্থ লুইস সুয়ারেজকে ডানপ্রান্তে পাস দেন মেসি। এরপর গতির সঙ্গে দৌড়ে বক্সে ঢুকে পড়েন। সুয়ারেজের গোলের মুখে বাড়ানো ক্রসে উড়ে গিয়ে হেড দিয়ে জালে বল পাঠিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান ২-০ করে ফেলে মাশ্চেরানোর দল। মায়ামির হয়ে ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তাডিও আলেন্দা। যোগ করা সময়ে মেসি তার দ্বিতীয় গোলটি করেন। পুরো সময় মাঠে থাকার মেসি ম্যাচের ৯৬ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিতই করে ফেলেছিলেন।
কিন্তু যোগ করা সময়ের ১২ মিনিটে এক গোল শোধ করে দেয় ন্যাশভিল। সম্প্রতি মেসি ইন্টার মায়ামির সঙ্গে লম্বা চুক্তি করেছেন। ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকতে চান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। ভক্তদের সুখবর দেওয়ার পরই জোড়া গোল করলেন বাঁ-পায়ের এই জাদুকর।
ডার্ক টু হোপ/এসএইচ