বুধবার, ২৯ অক্টোবর ২০২৫,
১৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
খেলাধুলা
বার্সার আধিপত্য ভেঙে দিলো রিয়াল
স্পোর্টস ডেস্ক
Publish: Monday, 27 October, 2025, 12:29 AM

আগের চার ক্লাসিকোতে হার, চার ম্যাচে ১৬ গোল হজম রিয়াল মাদ্রিদের। কাতালানদের এমন দাপট রোববার (২৬ অক্টোবর) নিজেদের আঙিনায় ভেঙে দিলো রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল।  

গোল করে ও করিয়ে রিয়ালের জয়ের নায়ক জুড বেলিংহ্যাম। কিলিয়ান এমবাপ্পের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ফের্মিন লোপেস। প্রথমার্ধেই দলকে আবার এগিয়ে নেন বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপে।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ক্লাসিকোর সবকটিতে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল। আলোন্সোর কোচিংয়ে প্রথম ক্লাসিকোয় এবার জয়ের স্বাদ পেল তারা।
 
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১০ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর পরপরই লিডের সুযোগ পেয়েছিল রিয়াল। ভিনিকে ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ভিএআরে তা বাতিল হয়ে যায়। এমবাপ্পের করা প্রথম গোলটিও অফসাইডের কারণে স্কোরলাইনে যোগ হয়নি। 

তবে প্রথমার্ধের ২২ মিনিটে তার করা গোলটি আর বাতিল করতে পারেনি মাঠে থাকা রেফারি কিংবা ভিএআর। জুড বেলিংহামের বাড়ানো বল ধরে এমবাপ্পে দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে দেন। দলকে লিড এনে দেন। 

ওই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক রিয়াল। বার্নাব্যু স্তব্ধ করা গোলটি ম্যাচের ৩৮ মিনিটেই পেয়ে যায় কাতালানরা। মার্কোস রাশফোর্ডের সহায়তায় ফারমিন লোপেজ বার্সার পক্ষে সমতাসূচক গোলটি করেন। ৪৩ মিনিটে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। বাঁ প্রান্তের কোণা থেকে ভিনিসিয়াস লম্বা করে বল বাড়ান। এদের মিলিতাওয়ের মাথা হয়ে ফাঁকায় বল পেয়ে তা জালে জড়িয়ে দেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিড আরও বড় করার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। এরিক গার্সিয়ার হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়ে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু এমবাপ্পে তা জালে পাঠাতে পারেননি। বার্সাও পরে আর গোল শোধ করতে পারেনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা ব্যর্থ
হারিকেন মেলিসার আঘাতে ৭ জনের মৃত্যু, জ্যামাইকার পর ধেয়ে যাচ্ছে কিউবায়
পুরোপুরিভাবে চালু হচ্ছে না বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা করল সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন
ভারতের উপকূল অতিক্রম করেছে ‘মোন্থা’, নামল সতর্ক সংকেত
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝