বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
জাতীয়
বৃষ্টিবলয় আঁখির প্রভাবে সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 29 October, 2025, 10:49 PM

দেশে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয় আঁখি। চলতে পারে আগামী ২ অক্টোবর পর্যন্ত। তবে অনুকূল পরিবেশ বজায় থাকলে কিছুকিছু স্থানে ৩ তারিখ পর্যন্ত চলতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকে রাত ১০টা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। ইতোমধ্যেই কিছুকিছু স্থানে শুরু হয়েছে।

এর মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল জেলা এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ,ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ফরিদপুর ও এর আশেপাশের বেশকিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 

এছাড়া খুলনা, ঢাকা বিভাগের বাকি জেলাগুলো এবং বরিশাল বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী,নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর বি বাড়িয়া, বান্দরবান ও এর আশেপাশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে বায়ুচাপের তারতম্যের কারনে আকষ্মিকভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা ও রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

এক সেনার মৃত্যুর প্রতিশোধে ইসরায়েলের হামলা, ১০৪ ফিলিস্তিনি নিহত
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
হাইতিতে মেলিসার প্রভাবে সৃষ্ট বন্যায় নিহত ১০
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য আটক
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝