মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিক্ষা
সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
নিউজ ডেস্ক
Publish: Monday, 27 October, 2025, 7:56 PM

রাতভর সংঘর্ষের পর সাভারের সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি ইউনিভার্সিটির অ্যাকাডেমিক সকল কার্যক্রম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ থাকবে। ইউনিভার্সিটির চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে। 

সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, অফিসের ল্যাপটপ, ডেস্কটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে। ক্যান্টিনসহ বহু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।আমরা প্রশাসনিকভাবে সমাধান চাই, আপাতত মামলার পথে যেতে চাই না। আনুমানিক ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা। 

এর আগে রোববার (২৬ অক্টোবর) সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’, বৃষ্টির আভাস
ককটেল বিস্ফোরণ: আগারগাঁওয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ চায় ইসি
২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি
ইউল্যাবের ৮ম সমাবর্তন অনুষ্ঠিত
তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই: শিশির মনির
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝