মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিক্ষা
ভারতজুড়ে ২২টি ভুয়া বিশ্ববিদ্যালয়, দিল্লিতেই বেশি
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 27 October, 2025, 10:43 PM

কোনোরকম সরকারি স্বীকৃতি ছাড়াই ভারতজুড়ে কাজ চালিয়ে যাচ্ছে ২২টি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এইসব বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নামধারী ওই প্রতিষ্ঠানগুলো বেআইনিভাবে ডিগ্রি প্রদান করছে যা ইউজিসি আইন ১৯৫৬-এর পরিপন্থি।

ইউজিসি জানিয়েছে ওইসব প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে ভুয়া। কমিশন তাদের অবস্থান পরিষ্কার করে বলছে, এই প্রতিষ্ঠানগুলো থেকে নেওয়া যেকোনো শিক্ষামূলক ও পেশাগত ডিগ্রি অর্জন হবে অবৈধ। খবর ফিনান্সিয়াল টাইমসের।

সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি দিল্লির কোটলা মোবারকপুরের ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-কে ঘিরে। ইউজিসি জানিয়েছে, ‘এই ইনস্টিটিউটটি কোনো কেন্দ্রীয় বা রাজ্য আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত নয় এবং ইউজিসি আইনের ধারা ২(এফ) বা ৩ এর অধীনেও এটি স্বীকৃত নয়।’ তাই, এর ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলো শিক্ষাগত বা পেশাগত কোনো উদ্দেশ্যেই বৈধ নয়। ইউজিসি’র অক্টোবর-২০২৫ সালের তালিকা অনুযায়ী, দিল্লিতেই সবচেয়ে বেশি সংখ্যক ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, যার ঠিক পরেই আছে উত্তরপ্রদেশ রাজ্য।

নিচে রাজ্য অনুসারে ভারতের ২২টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো:

দিল্লি

১. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি

২. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, দিল্লি

৩. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি

৪. ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি

৫. এডিআর-সেন্ট্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, এডিআর হাউজ, ৮জে, গোপালা টাওয়ার, ২৫ রাজেন্দ্র প্লেস, নয়াদিল্লি– ১১০০৮

৬. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নয়াদিল্লি

৭. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেল্ফ-এমপ্লয়মেন্ট, রোজগার সেবাসদন, ৬৭২, সঞ্জয় এনক্লেভ, জিটিকে ডিপোর বিপরীতে, দিল্লি-১১০০৩৩

৮. আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় (স্পিরিচুয়াল ইউনিভার্সিটি), রিথালা, রোহিনী, দিল্লি-১১০৮৫

৯. ওয়ার্ল্ড পিস অফ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, পিতমপুরা, নয়াদিল্লি-১১০০৩৪

১০. ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ১৮১০/৪, প্রথম তলা, কোটলা মোবারকপুর

উত্তরপ্রদেশ

১১. গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ

১২. নেতাজি সুভাষ চন্দ্র বোস বিশ্ববিদ্যালয় (মুক্ত বিশ্ববিদ্যালয়), আচলাতাল, আলিগড়

১৩. ভারতীয় শিক্ষা পরিষদ, ভারত ভবন, মাটিয়ারি চিনহাট, ফৈজাবাদ রোড, লক্ষো্নৗ – ২২৭১০৫

১৪. মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, পো – মহর্ষি নগর, সেক্টর ১১০, নয়দা – ২০১০৪

অন্ধ্রপ্রদেশ

১৫. ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডীমড ইউনিভার্সিটি

১৬. বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, বাড়ি নং ৪৯-৩৫-২৬, এন.জি.ও.'স কলোনি, বিশাখাপত্তনম – ৫৩০১৬

পশ্চিমবঙ্গ

১৭. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা

১৮. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ৮-এ, ডায়মন্ড হারবার রোড

মহারাষ্ট্র

১৯. রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি, নাগপুর

পুদুচেরি

২০. শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, নং ১৮৬, থিলাসপ, ভাজুথাভুর রোড – ৬০০৯

কেরালা

২১. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব প্রফেটিক মেডিসিন, কুন্নমঙ্গলাম কোঝিকোড়

২২. সেন্ট জনস ইউনিভার্সিটি, কিসানাত্তাম

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোন্থা’, বৃষ্টির আভাস
ককটেল বিস্ফোরণ: আগারগাঁওয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ চায় ইসি
২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি
ইউল্যাবের ৮ম সমাবর্তন অনুষ্ঠিত
তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই: শিশির মনির
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝