যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি খুব শিগগিরই স্বাক্ষর হতে যাচ্ছে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম রয়টার্স তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। এটি এক বছরের মেয়াদী একটি চুক্তি, যা নিয়মিতভাবে নবায়ন করা হবে।’
এ সময় তিনি জানান, চুক্তির অংশ হিসেবে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে নামানো হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে বাণিজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়ও সমাধান হয়েছে।’
এছাড়া, ট্রাম্প আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন এবং তার পরপরই প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানানো হয়েছে।
মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে এ সপ্তাহের শুরুতে ট্রাম্প তাঁর এশিয়া সফর শুরু করেন। সেখান থেকে তিনি জাপানে যান। জাপান থেকে দক্ষিণ কোরিয়া গেছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হবে।
ডার্ক টু হোপ/এসএইচ