বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
১৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে ৮ মাদ্রাসাশিক্ষার্থী দগ্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Publish: Thursday, 30 October, 2025, 1:56 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রান্সফরমার বিস্ফোরণে বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসার আটজন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে, আর তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ আট মাদ্রাসাছাত্রীকে ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে সাদিয়ার ১৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ, আফরিনের ৫ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ এবং রওজার ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি তিনজনকে বর্তমানে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার বলেন, আমরা জানতে পারি, বুধবার বিকেলের দিকে হঠাৎ মাদ্রাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এ সময় ওই মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। আগুনের ফুলকি মাদ্রাসার ভেতর ঢুকে গেলে দগ্ধ হয় শিক্ষার্থীরা। পরে রাতেই তাদের দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ চিটাগং কিংসের
তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের ১ কোটি ৬০ লাখ মানুষ
পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে আফগানিস্তানের পাশে থাকার ঘোষণা ভারতের
এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
অঙ্গদান করতে পারবেন পরিবারের বাইরের দাতারাও, অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝