শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫,
১৫ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে আফগানিস্তানের পাশে থাকার ঘোষণা ভারতের
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 30 October, 2025, 9:48 PM

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে আফগানিস্তানকে এমন সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

সাম্প্রতিক সময়ে সীমান্ত ভয়াবহ সংঘর্ষ এবং কাবুলে পাকিস্তানের বিমান হামলার জেরে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে বলে আসছিল, তাদের মাটি থেকে টিটিপিসহ অন্য কোনো সন্ত্রাসী সংগঠনকে পাকিস্তানে হামলা চালাতে না দেওয়া হয়।

আফগানিস্তান এ অনুরোধ রাখেনি এমন অজুহাতে গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর সীমান্তে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ।

এ সংঘাতের দিকে রণধীর জসওয়ালের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়, পাকিস্তান অভিযোগ করছে যে ভারত সমর্থিত খারেজিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে।
 
জবাবে জসওয়াল বলেন, আফগানিস্তান-পাকিস্তান সংঘাত নিয়ে আমার পূর্ববর্তী ব্রিফিংয়ে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছিলাম। আফগানিস্তান তাদের নিজস্ব ভূখণ্ডের উপর সার্বভৌম অধিকার প্রয়োগ করছে বলে পাকিস্তান ক্ষুব্ধ। পাকিস্তানের ধারণা, তারা বিনা বাধায় সীমান্তে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে পারে। কিন্তু, তাদের প্রতিবেশী দেশগুলো এটিকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আফগানিস্তানের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ভারত।

এসময় আফগানিস্তানে থাকা ভারতের প্রকল্পগুলো নিয়েও প্রশ্ন করা হয় জসওয়ালকে। জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি দিল্লি এসেছিলেন। এরপর এ ব্যাপারে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে
আগামী ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
লাগামহীন খেলাপি ঋণ ও রিজার্ভ ব্যবহারে আইএমএফের আপত্তি
অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে বিশ্বকাপের ফাইনালে ভারত
ব্যাংক সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতি, ২৫ লাখ টাকা আত্মসাৎ
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝