দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আজ সোমবার (২৭ অক্টোবর) ৩৯৪ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪০ পয়েন্ট। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ২৩৭ কোটি টাকা।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ৬ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান থেকে পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৩০ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১৬ পয়েন্ট। সেই সূচকের পতন পরে আরও বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৪০ দশমিক ১২ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৬ দশমিক ৮৫ পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ দশমিক শূন্য ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৯ দশমিক ১৯ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৪৬১ কোটি ৪৬ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ তিন হাজার ৬৯৯ কোটি ১৬ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২৬০টির বা ৬৬ দশমিক ৬৫ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ১৫ কোটি ২০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৪ দশমিক ৭৩ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৯ কোটি ৪৯ লাখ টাকা, রবি আজিয়াটার আট কোটি টাকা এবং সিটি ব্যাংকের সাত কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১২ দশমিক ৭৩ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ১৮ শতাংশ।
ডার্ক টু হোপ/এসএইচ