গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের পরস্পরবিরোধী অবস্থানকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন। এর ফলে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মাইকিং, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি মানুষের একসঙ্গে চলাচল নিষিদ্ধ থাকবে।
আদেশে বলা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা তৈরি করেছে। তাই পরিস্থিতি শান্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীও মোতায়েন করা হবে, যাতে সুন্দরগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় থাকে।”
ডার্ক টু হোপ/এসএইচ