Publish: Thursday, 4 September, 2025, 9:29 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি গোয়ালঘর থেকে দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ সময় তিন চোরাকারবারিকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মিজানুর রহমান সুজার বাড়ির টিনশেড গোয়ালঘর থেকে ৩৭ কেজি ওজনের মা-শিশুর প্রতিকৃতির একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।
আটকরা হলেন—কাটাবাড়ি গ্রামের মিজানুর রহমান সুজা (৩৫), গোলাম ফিরোজ লিটন (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিবু সরকার (৩০)।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, উদ্ধারকৃত মূর্তি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ