Publish: Friday, 5 September, 2025, 3:06 PM

কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ ও স্কেভেটর ভাঙচুর করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নুনিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় দখলদাররা জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও চড়াও হয় বিক্ষোভকারীরা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকখালী নদীর কস্তুরাঘাট ও আশপাশের ছয় কিলোমিটার এলাকায় প্রায় সহস্রাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এর মধ্যে পাকা-সেমিপাকা ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা রয়েছে। গত সোমবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। ইতোমধ্যে বাধা ও হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে প্রায় সাড়ে ৬০০ জনকে।
ডার্ক টু হোপ/এসএইচ