শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫,
২১ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 5 September, 2025, 3:22 PM

শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় পর্যটকবাহী একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে এল্লায় এ দুর্ঘটনা ঘটে। পাহাড় থেকে ফেরার পথে বাসটি আরেকটি বাহনে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে মূলত টাঙ্গালের পৌরসভার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। নিহতদের মধ্যে বাসচালক এবং নয়জন নারীও রয়েছেন। আহতদের বাদুল্লা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসের পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। ওই সময় কোটমালেতে বাস দুর্ঘটনায় ২৩ জন প্রাণ হারিয়েছিলেন। দ্বীপটির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। শ্রীলঙ্কায় প্রতিবছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ, কর ফাঁকির অভিযোগ
বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ
দুই বছরে তৃতীয় প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড, দায়িত্বে ব্যবসায়ী আনুতিন
শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝