শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫,
২১ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
গাজায় একদিনে নিহত আরো ৭৩
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 4 September, 2025, 11:31 AM

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে একদিনেই অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। স্থানীয়দের অভিযোগ, আশ্রয়কেন্দ্র ও ঘরবাড়িতে পুরো পরিবারকে টার্গেট করে হত্যা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হামাস একে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের ভিত্তিতে তারা ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতেও প্রস্তুত।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবরোধ ও খাদ্য সংকটে আরও ছয়জন ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছেন। অবরোধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধাজনিত কারণে ৩৬৭ জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে ১৩১ শিশু। ইউনিসেফ সতর্ক করেছে, আগামী বছরগুলিতে লক্ষাধিক শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে পড়বে।

জাতিসংঘের আশঙ্কা, চলমান অভিযান প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে। ইতিমধ্যে আগস্ট মাসে নতুন করে ৮২ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সহায়তাকর্মীদের মতে, প্রতিদিনের বেঁচে থাকাই গাজার মানুষের জন্য এখন এক কঠিন সংগ্রাম।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
এসএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট, রাখাইনে করিডর প্রস্তাব প্রত্যাখ্যান টম এন্ড্রুজের
ফের জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন
ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ, কর ফাঁকির অভিযোগ
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝