শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫,
২১ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
ট্রাম্পের শুল্কে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানিতে ধস
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 5 September, 2025, 11:19 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের কারণে দেশটিতে ব্রাজিলের রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে। চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি ১৮ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ট্রাম্প গত ৬ আগস্ট লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একাধিক ব্রাজিলীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। তার অভিযোগ, ব্রাজিল যুক্তরাষ্ট্রের মিত্র সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে ‘অবিচার’ করেছে।

উল্লেখ্য, বলসোনারো বর্তমানে একটি মামলার মুখোমুখি, যেখানে অভিযোগ করা হয়েছে তিনি ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর বিজয়ী বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথগ্রহণ ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন। এ মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে।

ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি দাঁড়ায় ২.৭৬ বিলিয়ন ডলার, যেখানে আগের বছরের একই সময়ে রপ্তানি ছিল ৩.৩৯ বিলিয়ন ডলার।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চিনি ও গরুর মাংস খাত। যুক্তরাষ্ট্রে ব্রাজিলের চিনি রপ্তানি কমেছে ৮৮.৪ শতাংশ এবং তাজা গরুর মাংসের রপ্তানি কমেছে ৪৬.২ শতাংশ। তবে প্রায় ৭০০টি ব্রাজিলীয় পণ্যকে শুল্কের বাইরে রাখা হয়েছে।

অন্যদিকে চীন, আর্জেন্টিনা ও মেক্সিকোতে রপ্তানি বাড়ায় ব্রাজিলের মোট বৈদেশিক বাণিজ্যে সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
এসএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট, রাখাইনে করিডর প্রস্তাব প্রত্যাখ্যান টম এন্ড্রুজের
ফের জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন
ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ, কর ফাঁকির অভিযোগ
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝