শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫,
২১ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক
৬.২ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 5 September, 2025, 8:26 AM

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ৬.২ মাত্রার এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল নানগারহার প্রদেশের শিবা জেলার কাছে, ১০ কিলোমিটার গভীরে। নানগারহারের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানিয়েছেন, বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তবে বিস্তারিত এখনও সংগ্রহ করা হচ্ছে।

এর আগে গত রোববার একই অঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৩ হাজার ৬০০ জন। এরপর মঙ্গলবার ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে, অনেক দুর্গম সড়ক বন্ধ হয়ে যায় এবং উদ্ধারকাজ ব্যাহত হয়।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত শেষ হয়ে আসছে। এতে কয়েক লাখ গৃহহীন মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

কুনার প্রদেশের বাসিন্দা আলেম জান বলেন, “আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। এখন শুধু গায়ে যে কাপড় আছে সেটাই সম্বল। পরিবার নিয়ে গাছতলায় আশ্রয় নিয়েছি।”

টানা কয়েক দিনের ভূমিকম্প ওই অঞ্চলের মানুষের জন্য এক ভয়াবহ মানবিক সংকট ডেকে এনেছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
এসএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট, রাখাইনে করিডর প্রস্তাব প্রত্যাখ্যান টম এন্ড্রুজের
ফের জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন
ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ, কর ফাঁকির অভিযোগ
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝