Publish: Friday, 5 September, 2025, 8:52 PM

মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম এন্ড্রুজ বলেছেন, রোহিঙ্গা সংকট এখন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়েছে। তিনি দাবি করেন, রাখাইনে মানবিক করিডরের কোনো প্রস্তাব তিনি দেননি, কারণ এটি আইনগতভাবে সুনির্দিষ্ট একটি বিষয়।
কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে আয়োজিত অংশীজন সংলাপে অংশ নিয়ে টম এন্ড্রুজ বলেন, “আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না, যদি সেটিকে স্বীকার না করেন। রোহিঙ্গা ইস্যুটি প্রায় অদৃশ্য হয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু এটি আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত।”
তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের কথা শুনতে হবে, তাদের অগ্রাধিকার জানা দরকার। পাশাপাশি যারা তাদের বিরুদ্ধে অপরাধ করছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। সহিংসতা, পরিকল্পিত হত্যাকাণ্ড ও দায়মুক্তি বন্ধ করে নাগরিকত্বসহ সব অধিকার দিতে হবে।
জাতিসংঘের এ কর্মকর্তা আরও বলেন, সফল প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্ব সম্প্রদায়কে এ সংকট ভুলে গেলে চলবে না।
ডার্ক টু হোপ/এসএইচ