শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫,
২১ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
টেকনাফে ফের পাহাড়ি এলাকা থেকে তিন কৃষক অপহরণ
কক্সবাজার প্রতিনিধি
Publish: Thursday, 4 September, 2025, 7:07 PM

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে তিন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে।

জানা যায়, অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহার ছাড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যাইয়া (১৪)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া নামক একটি পাহাড়ি এলাকা থেকে এই তিনজন কৃষককে অপহরণ করা হয়।

এদিকে, গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করে বাহার ছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ফসলি জমি থেকে ২ কৃষক ও একজন রাখালকে অপহরণের ঘটনাটি শুনেছি। স্থানীয়দের সহায়তায় পুলিশের টিম অপহৃতদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। তবে এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি অপহৃতদের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলার বাহার ছড়ার পাহাড়ি অঞ্চলের কৃষি জমিতে কাজ করছিলেন একই এলাকার তিনজন কৃষক। এ সময় হঠাৎ পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। 

প্রসঙ্গত, সর্বশেষ চলতি বছরের ৩ জুন হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ি সংযোগ সড়কে ৫ জনকে অপহরণ করা হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
এসএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট, রাখাইনে করিডর প্রস্তাব প্রত্যাখ্যান টম এন্ড্রুজের
ফের জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন
ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ, কর ফাঁকির অভিযোগ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝