আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর
নিউজ ডেস্ক
Publish: Thursday, 4 September, 2025, 11:22 PM

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের উপস্থিতিতেই সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানি চলছিল। এজলাসে সাংবাদিকদের উপস্থিতি ঘিরে আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন মাহির সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে তিনি সাংবাদিক সিয়ামের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
চোখের সামনে ঘটনাটি ঘটে গেলেও পুলিশ দাঁড়িয়ে থেকেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। হামলায় গুরুতর আহত সাংবাদিক সিয়ামকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সিয়াম বলেন, “কোনো কারণ ছাড়াই বিচারকের সামনে আমাকে মব তৈরি করে আইনজীবীরা মারধর করেছে। আমি এর বিচার চাই।”
এরপর বিকেল সাড়ে ৩টার দিকে আদালত পুনরায় বসে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন আবেদন নাকচ করেন।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: