Publish: Friday, 5 September, 2025, 3:16 PM

রাজধানীর বাজারগুলোতে সবজির দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার ওপরে। মাছ ও মুরগির দামেও নেই স্বস্তি, ফলে স্বল্প আয়ের মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পলাশীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গোল বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০–১৮০ টাকায়, লম্বা বেগুন ১০০ টাকায়, ঝিঙা ৮০–১০০ টাকায়, লাউ ৮০ টাকায়, বরবটি ১০০ টাকায় এবং টমেটো ১৫০ টাকায়। কাঁচামরিচের দাম এখনো কেজিপ্রতি ১৮০–২০০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আসলেও বাজারে এর প্রভাব নেই; দেশি মিশ্রজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
মাছের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার টাকার বেশি, দেশি বোয়াল ১ হাজার, টেংরা ৬০০–৯০০, কাজলী ১ হাজার এবং কই-পাবদা ৩০০–৪০০ টাকায়। মৌসুমেও ইলিশের দাম চড়া—এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায়।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭৫ টাকায়, সোনালি মুরগি ২৮০–৩০০ টাকায়, লেয়ার ৩৫০ টাকায় এবং ডিম ডজনপ্রতি ১৪০–১৫০ টাকায়।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেছেন, ভোক্তারা নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে কিছু ফরিয়া ও বেপারীদের কারণে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডার্ক টু হোপ/এসএইচ