Publish: Thursday, 4 September, 2025, 7:42 AM

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) টানা কয়েক দিনের অচলাবস্থার পর অবশেষে শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছাঁটাই হওয়া শ্রমিকদের বহালের বিষয়ও রয়েছে। ফলে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হচ্ছে ইপিজেডের সব কারখানা। তবে এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) শনিবার থেকে কার্যক্রম শুরু করবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম অসন্তোষ নিরসন, যৌক্তিক দাবি পূরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে ওইদিন জোন অফিসের কনফারেন্স রুমে জরুরি বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিকদের উত্থাপিত দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণের বিষয়ে এভারগ্রীন ফ্যাক্টরির মালিকপক্ষ সম্মত হয়। পাশাপাশি আগামী ৬ সেপ্টেম্বর থেকে এভারগ্রীনের উৎপাদন কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এছাড়া সংঘর্ষে নিহত শ্রমিক আহসান হাবীবের পরিবারকে প্রাথমিকভাবে ২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয়ভারও বহন করবে মালিকপক্ষ।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট থেকে এভারগ্রীনের শ্রমিকরা ২৩ দফা দাবিতে আন্দোলনে নামেন। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যেও। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্দোলন নিয়ন্ত্রণে যৌথবাহিনী পদক্ষেপ নিলে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। এরপর সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
ডার্ক টু হোপ/এসএইচ