Publish: Friday, 5 September, 2025, 3:13 PM

দেশে চার শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স এক থেকে আট বছরের মধ্যে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় সুস্থ আছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন। তিনি জানান, বার্ড ফ্লু প্রতিরোধে জাতীয় গবেষণা কৌশল প্রণয়ন করা হয়েছে এবং এ বিষয়ে আইসিডিডিআর,বি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
গবেষণায় দেখা গেছে, ঢাকা ও গাজীপুরের জীবিত হাঁস-মুরগির বাজারের বাতাসের ৯১ শতাংশ নমুনায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পজিটিভ পাওয়া গেছে। এসব বাজারকে মানুষের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২০০৩ সাল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১২ জন মানুষের শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে, যার মধ্যে সাতজনই পাঁচ বছরের কম বয়সী শিশু। শুধু ২০২৫ সালের প্রথম আট মাসেই শনাক্ত হয়েছে চারজন, যারা সবাই শিশু।
আইসিডিডিআর,বির গবেষণায় আরও দেখা গেছে, মৃত পোলট্রির অর্ধেকই এইচ-ফাইভ সাবটাইপে আক্রান্ত ছিল। বিশেষজ্ঞরা বলছেন, অসুস্থ পাখিকে আলাদা না রাখা, বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি না করা এবং অপর্যাপ্ত স্বাস্থ্যবিধি পোলট্রি খাতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার প্রধান ঝুঁকি।
ডার্ক টু হোপ/এসএইচ