বুধবার, ১৬ জুলাই ২০২৫,
১ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ জুলাই ২০২৫
বাংলাদেশ
খাগড়াছড়িতে পাল্টাপাল্টি অভিযোগ এনে এনসিপির দুই নেতার জিডি
খাগড়াছড়ি প্রতিনিধি
Publish: Tuesday, 15 July, 2025, 7:24 PM

নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে একে অপরের বিরুদ্ধ খাগড়াছড়ি সদর থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুই নেতা-নেত্রী। গত শনিবার (১২ জুলাই) খাগড়াছড়ি সদর থানায় প্রথমে জিডি করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমা। পরের দিন রোববার (১৩ জুলাই) এনসিপির গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বায়ক ও খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ জিডি করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

জানা গেছে, গত শনিবার খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে মনজিলা সুলতানার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন রাসেল শেখ। পরে ওই দিনই ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে- উল্লেখ করে সদর থানায় রাসেলের বিরুদ্ধে জিডি করেন মনজিলা। পরদিন নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে মনজিলার বিরুদ্ধে পাল্টা সাধারণ জিডি করেন রাসেল।

সংবাদ সম্মেলনে রাসেল অভিযোগ করেন, মনজিলা সুলতানা দীর্ঘদিন ধরে এনসিপির নাম ভাঙিয়ে নানা অনিয়ম করছেন। সম্প্রতি তিনি পার্বত্য জেলা পরিষদের অধীন বাজার তহবিলের নিয়ন্ত্রণাধীন গুইমারা বাজারের ইজারার শেয়ারের লভ্যাংশ আত্মসাৎ করেছেন। পার্বত্য জেলা পরিষদ থেকে সংগঠনের নামে ১ কোটি ৬০ লাখ টাকার কাজ, ১৫ মেট্রিক টন খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকল্প নিজের নামে নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন।

এসব অভিযোগের পরই থানায় জিডি করেন মনজিলা। এতে তিনি উল্লেখ করেন, রাসেল শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে মনজিলাকে নিয়ে পোস্ট করেছেন। পোস্টে তিনি একাধিক নেতিবাচক মন্তব্য করেন। এরপর বিভিন্ন ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ, হেয়প্রতিপন্ন করে সম্মানহানিকর পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মনজিলা।

এ বিষয়ে রাসেল শেখ বলেন, ‘মনজিলা ঝুমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার পর থেকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট করা হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।’

জানতে চাইলে মনজিলা সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘গুটিকয় লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যাতে এনসিপি এখানে টিকে থাকতে না পারে। আমার বিরুদ্ধে করা সব অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণে জিডি করেছি।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, এনসিপির দুই নেতা ও নেত্রী পাল্টাপাল্টি জিডি করেছেন। জিডি তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দালের প্রধান গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডে
শাহবাগ অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল
ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বাতিলে লাগবে ‘গণভোট’
নাটকীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝