Publish: Tuesday, 15 July, 2025, 8:35 AM

খুলনায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে স্বাভাবিক হয় রেল চলাচল।
খুলনা স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে আফিল গেট বাইপাসের রেল ক্রসিং দিয়ে একটি ট্রাক পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনটি রেললাইনের ওপর বন্ধ হয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।
তিনি জানান, এসময় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের একটি বগি। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় আহত হন ৭ জন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
রেল লাইন থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হলে রাত পৌনে ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
ডার্ক টু হোপ/এসএইচ