মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫,
৩১ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
অর্থনীতি
বরখাস্ত করা হলো এনবিআরের ৮ কর কর্মকর্তাকে
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 15 July, 2025, 4:28 PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ-কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুসরাত জাহান শমী ও কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআর কর্তৃক ২২ জুন জারিকৃত বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনা সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারার পরিপন্থী। এ কারণে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে তাদের ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এর আগে গত ২ জুলাই এনবিআরের কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতির সদস্য ড. মো আবদুর রউফ, শুল্ক নীতির সদস্য হোসেন আহমদ ও বরিশালের কর কমিশনার মো. শব্বির আহমদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। 

এর আগের দিন ১ জুলাই রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

শাহবাগ অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল
ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বাতিলে লাগবে ‘গণভোট’
নাটকীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন গায়ক অরিজিৎ সিং
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৭৫ জন হাসপাতালে
অর্থনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝