Publish: Tuesday, 15 July, 2025, 8:55 PM

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের অস্থিতিশীল অবস্থার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বিকাল ৪টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকাল ৫টার দিকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।
ডার্ক টু হোপ/এসএইচ