Publish: Tuesday, 15 July, 2025, 11:13 PM

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা শামিন মাহফুজকে গ্রেপ্তার করেছে র্যাব। একটি মামলায় র্যাব সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে শামীনকে গ্রেপ্তার করে। এরপর সেদিনই তাকে পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর কাছে হস্তান্তর করে র্যাব।
পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্নেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সাভার মডেল থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় মঙ্গলবার (১৫ জুলাই) থেকে তাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে এটিইউ।
দুই বছর আগে জঙ্গিবাদে জড়িত সন্দেহে শামিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেসময় পুলিশ জানিয়েছিল, শামিন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি উগ্রবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা।
এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে।
এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, সাভার মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই মামলার এজাহারে আসামিদের সঙ্গে টিটিপি সম্পৃক্ততার একটা অভিযোগ এনেছেন বাদী। এর আগে ফয়সাল নামে আরও একজনকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
ডার্ক টু হোপ/এসএইচ