নাটকীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 15 July, 2025, 8:48 PM

অনূর্ধ্ব-২০ নারী সাফে শ্রীলঙ্কাকে ৯-১ এবং নেপালকে ৩-২ গোলে হারানোর পর ভুটানকেও উড়িয়ে দেওয়ার আশা ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটায়। প্রথমার্ধের পর বন্ধ থাকা ম্যাচ নিয়ে যাওয়া হয় ভিন্ন মাঠে। বিকেল ৩টায় শুরু হয়ে পৌঁনে আটটায় শেষ হওয়া ম্যাচে ৪-১ গোলের বড় জয় পেয়েছে পিটার বাটলারের দল।
বৃষ্টির কারণে প্রথমার্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল স্বাভাবিক খেলা খেলতে পারেনি। যে ভুটানকে প্রথমার্ধেই এক হালি গোল দেওয়ার কথা সেখানে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে শেষ করে বাংলাদেশ। বৃষ্টির কারণে মাঠ নষ্ট হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধের ম্যাচ সরিয়ে নেওয়া হয় কিংস অ্যারেনায় ট্রেনিং গ্রাউন্ডে।
বৃষ্টি না থাকায় দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দিয়েছে আরো তিন গোল। অবশ্য এক গোল হজমও করেছে। টানা তিন জয়ে রাউন্ড রবিন গ্রুপের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি নামতে থাকে। এর মধ্যেই খেলা শুরু হয়ে প্রথমার্ধের ৬ মিনিটে লিড নেয় বাংলাদেশ। তৃঞ্চা রানীর শট ভুটানের গোলরক্ষক কোনোমতে ফেরালেও ঝুঁকি মুক্ত করতে পারেননি। শান্তি মার্ডি বল পাঠিয়ে দেন জালে।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সমতায় ফিরে বাংলাদেশের মেয়েদের হতাশ করে ভুটান। এরপরই একে একে তিন গোল দেয় স্বাগতিক মেয়েরা। ৫৭ মিনিটে সতীর্থের কর্ণার থেকে শান্তি মার্ডি দ্বিতীয় গোল করেন। ৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিকও পূর্ন করেন তিনি। মাঝে ৭৬ মিনিটে একক প্রচেষ্টায় চোখ ধাঁধানো গোল করেন বদলি নামা মুনকি আক্তার।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: