সোমবার, ১৪ জুলাই ২০২৫,
৩০ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ১৪ জুলাই ২০২৫
খেলাধুলা
লঙ্কানদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 13 July, 2025, 10:43 PM

প্রথম টি-২০ তে হারের পর সিরিজে ফেরার ম্যাচে লঙ্কানদের ধসিয়ে দিয়েছে টাইগাররা। ১৭৮ রানের লক্ষ্য দিয়ে ৯৪ রানেই অলআউট করে দিয়েছেন রিশাদ হোসেন-শরিফুলরা। ৮৩ রানে বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। কুশল মেন্ডিস (৮), কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দো (২) ও চারিথা আশালঙ্কা (৫) ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। দাশুন শানাকা ২০ রান করে ফিরেছেন। 

শুরুতে রান আউটের ধাক্কার পর শরিফুল জোড়া ধাক্কা দেন লঙ্কান শিবিরে। এরপর সাইফউদ্দিন, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন উইকেট নিয়েছেন। 

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান। 

লিটন দাস ফিফটি তুলে নেন। শামীম পাটোয়ারি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভালো পুঁজি পায় বাংলাদেশ। লিটনের ব্যাট থেকে ৫০ বলে ৭৬ রান আসে। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। শামীম ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আবারও হাইকোর্ট এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
ফেনীতে বন্যার পরিস্থিতি উন্নতি দিকে
লঙ্কানদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ
থাকছে নৌকা প্রতীক, ঠাঁই পাচ্ছে না শাপলা
লাল কার্ডের ম্যাচে নাটকীয়ভাবে নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝