সোমবার, ১৪ জুলাই ২০২৫,
৩০ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ১৪ জুলাই ২০২৫
জাতীয়
আবারও হাইকোর্ট এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
Publish: Sunday, 13 July, 2025, 10:51 PM

আবারও প্রধান বিচারপতির বাসভবনসহ হাইকোর্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে, গত ১৪ জুন থেকে এই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

আজ রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষায় আগামী সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ১৪ জুন হাইকোর্ট এলাকায় এবং ২৬ মে সচিবালয় ও যমুনা-সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আবারও হাইকোর্ট এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
ফেনীতে বন্যার পরিস্থিতি উন্নতি দিকে
লঙ্কানদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ
থাকছে নৌকা প্রতীক, ঠাঁই পাচ্ছে না শাপলা
লাল কার্ডের ম্যাচে নাটকীয়ভাবে নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝