সোমবার, ১৪ জুলাই ২০২৫,
৩০ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

সোমবার, ১৪ জুলাই ২০২৫
জাতীয়
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, ভুয়া এসআই আটক
অনলাইন ডেস্ক
Publish: Sunday, 13 July, 2025, 2:06 PM

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজিউর রহমান (৪০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। চাকরি প্রত্যাশীদেরকে প্রতারণার ফাঁদে ফেলতে নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দিয়ে থাকেন তিনি। 

রোববার (১৩ এপ্রিল) সকালে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব জানায়, শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার সদরের বন্দরপাড়ায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়া প্রতারক চক্রের মূলহোতা রাজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের জনগাঁও এলাকার সইফুর রহমানের ছেলে। 

ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি সেনাবাহিনীর চাকরিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন ভুক্তভোগী এক যুবক। পরে নিকটস্থ আত্মীয়ের মাধ্যমে তিনি জানতে পারেন, টাকার মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরি নিয়ে দেয় রাজিউর। তখন ওই যুবক রাজিউরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঠাকুরগাঁও জেলাতে এসআই হিসেবে কর্মরত আছে বলে জানান। ভুক্তভোগী তার কাছে চাকরির বিষয়ে কথা বললে সে বহু লোককে সেনাবাহিনীতে চাকরি দিয়েছে এবং তাকেও ভর্তি করে দেবে বলে ১২ লাখ টাকার চুক্তিবদ্ধ হয়। চাকরি হলে প্রথমে ৬ লাখ টাকা এবং জয়েনের পরে বাকি ৬ লাখ টাকা দিতে হবে মর্মে চুক্তিটি হয়।

গত ৩১ মে ভুক্তভোগী যুবক মোবাইলে সেনাবাহিনীর মাঠে উপস্থিত হওয়ার জন্য এসএমএস পাওয়ার কথা রাজিউরকে জানায়। এরপর ২ জুন ভুয়া ওই এসআই সেই যুবকের সব সার্টিফিকেট এবং জনতা ব্যাংকের ২টি ব্ল্যাংক চেক স্বাক্ষর করে ঠাকুরগাঁও সদর ঠিকানায় পাঠাতে বলে। 

কিন্তু, ভুক্তোভোগী যুবক রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। তখন তিনি রাজিউর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। পরবর্তীতে ওই যুবক নিজেই বাদী হয়ে বোয়ালিয়া থানায় প্রতারণা আইনে একটি মামলা দায়ের করেন। 

অবশেষে শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা ও পরিকল্পনাকারী রাজিউরকে আটক করে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। রাজিউর নামে এই প্রতারক নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এর আগেও বহুবার মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে র‍্যাবের কাছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে তাকে। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আবারও হাইকোর্ট এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
ফেনীতে বন্যার পরিস্থিতি উন্নতি দিকে
লঙ্কানদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ
থাকছে নৌকা প্রতীক, ঠাঁই পাচ্ছে না শাপলা
লাল কার্ডের ম্যাচে নাটকীয়ভাবে নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝